নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় জলঢাকা রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত ২০ জুলাই ২০২৫ ইং তারিখে জলঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রস্তাবিত সভার আলোচনার ভিত্তিতে অদ্য ২৫ জুলাই ২০২৫ ইং রোজ শুক্রবার, নামাজ বাদ জলঢাকা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন (০৩) বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ তহমিদার রহমান মিলন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:সহ-সভাপতি: মোঃ নুর নবী ইসলাম ও মোঃ জিকরুল হক, সহ-সাধারণ সম্পাদক- মোঃ আসলাম হোসেন লিমন, সাংগঠনিক সম্পাদক- মোঃ খোকনুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ- মোঃ বদিউজ্জামান (বুলেট), দপ্তর সম্পাদক- মোঃ রাসেল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোঃ শাহিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক- মোঃ রাজু মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ আবু সাইয়েদ শাকিল, কার্যনির্বাহী সদস্য- শ্রী রনজিৎ কুমার রায়, মোঃ মানিকুজ্জামান মানিক, মোঃ আজিজুল ইসলাম বাবু ও মোঃ নেয়ামতুল্লাহ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জলঢাকা রিপোর্টার্স ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও পেশাদারিত্বপূর্ণভাবে পরিচালনা করাই তাঁদের মূল লক্ষ্য। তাঁরা সকল গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।