রবিবার বিকেলে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে জলঢাকা পৌরসভার ও এস এম এর লটারীর মাধ্যমে একজন ব্যতীত পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস,এম গোলাম মোস্তফার সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,অফিসার্স ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন,ওসি এলএসডি মোছাঃ ফরিদা ইয়াসমিন,উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ বিলকিস বেগম,জলঢাকা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা শারমিন, এটিও মনোয়ারুল ইসলাম প্রমুখ। জলঢাকা পৌরসভায় যে সমস্ত ডিলার লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে তারা হলেন জলঢাকা কলেজ মোড় এলাকায় মোঃ ইউনুস আলী, উপজেলা পরিষদ এলাকায় মোঃ মফিজুল ইসলাম,বটতলীতে আবু হানিফ, কদমতলীতে মনোয়ার হোসেন, পেট্রোল পাম্পে মোঃ আব্দুল মান্নান, সেতুর বাজার এলাকায় লটারী ছাড়াই নির্বাচিত হয়েছে শাহ মোঃ আসাদুজ্জামান চৌধুরী।