সিলেটের বিশ্বনাথে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা উদযাপন করা হয়।জলবায়ু পরিবর্তনের কর্ম হিসাবে ৩১।৭।২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার, দশঘর নিজামুল উলূম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠের চারদিকে গাছের চারা রোপন করেন।শিক্ষার্থীদের কে উৎসাহ প্রদানের জন্য বিদ্যালয়ের হল রুমে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।তাছাড়া শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের জন্য জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দেয়ালিকা প্রকাশ করা হয়।পরিশেষে শিক্ষার্থী এবং জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে “জলবায় পরিবর্তন ও সচেতনতা বিষয়ক ” এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান সাহেবের সভাপতিত্বে আমিরুল হক সরকার সাহেবের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল কে পুরস্কৃত করা হয়।