১৫ ফেব্রুয়ারী,২০২৫,
কুড়িগ্রামে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা আদায় ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটায় কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পটে এই কর্মসূচি পালিত হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার এবং দুপাড়ের দৈর্ঘ্য প্রায় ২৩০ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তা নদীর ৪৫ কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ, যার মধ্যে ২০ কিলোমিটার এলাকা ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কয়েক লাখ কৃষক প্রতিবছর বন্যা ও খরার কারণে কৃষিক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়াও নদী রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।