“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই — লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আতিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রাইসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাখাওয়াত, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এবং মঠবাড়িয়া চৌকি বারে কর্মরত আইনজীবী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। “আপোষ ও মধ্যস্থতা” পদ্ধতির মাধ্যমে বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং শান্তি প্রতিষ্ঠায় জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে বিনামূল্যে আইনগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়।