জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭), ২০২৪-২৫-এ টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী ঘাটাইল উপজেলার বালিকা দলকে সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
১২ এপ্রিল ২০২৫, শনিবার বিকাল ৩টায় ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এনামুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী এবং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইজরাত জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেয়েরা ঘাটাইল উপজেলার জন্য গর্বের কারণ। খেলাধুলার মাধ্যমে তারা যেমন নিজেদের বিকশিত করছে, তেমনি জাতীয় পর্যায়ে উপজেলার সম্মানও বয়ে আনছে।”
তারা আরও বলেন, এই সাফল্য নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও নারী ক্ষমতায়নের পথকে সুগম করবে। ভবিষ্যতে এই প্রতিভাবান খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় অনুশীলন, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন অতিথিবৃন্দ।
সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উল্লেখ্য, জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘাটাইল উপজেলার বালিকা দল ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তাদের এই সাফল্যে খুশি পুরো উপজেলাবাসী। অনেকে আশা করছেন, এই দল থেকেই ভবিষ্যতের জাতীয় ফুটবলার উঠে আসবে।