“” শিক্ষা জাতির মেরুদন্ড “” এই৷ প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় দ্বীপ উপজেলার কুতুবদিয়ার অবহেলিত ও প্রায় নিরক্ষর বিরাট একটা জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে সমগ্র দেশের ন্যায় ১৯২৮ সালে অত্র উপজেলার লেমশাখালী ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় “” উত্তর লেমশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় “। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও চরাই -উত্তারাই পেরিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাফল্য অর্জনের পাশাপাশি জাতীয় পর্যায়ে ও নিজের অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় বিগত ২০২২ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া ” প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে “” শ্রেষ্ঠ প্রাথমিক স্কুল নির্বাচনী সমিক্ষায় সরাদেশের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের হিসেবে সফলতার সহিত “” দ্বিতীয় স্থান “” অর্জন করে বিরল সন্মান ও মর্যাদা নিয়ে আসে উল্লেখিত গ্রাম্য. জনপদের সরকারী অত্র প্রাথমিক বিদ্যালয়টি। এই অভাবনীয় অর্জনকে অব্যাহত ও স্মরণীয় করে রাখতে অত্র. বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রী ও বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ উদ্যেেগে গত ০৪/০২/২০২৪ ইংরেজী তারিখ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচলা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব. করেন সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মনজুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানা ৩য় বারের মত নির্বাচিত কক্সবাজার –২ আসনের সন্মানিত সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক এমপি স্যার এবং প্রধাানবক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সন্মাানিত সভাপতি জনাব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাবা জোবাইদা খাতুন সহ অনেক গন্যমান্য রাজনৈতিক ও স্থাানীয় নেতৃবৃদ্ধ। প্রধাান অতিথির বক্তব্য জনাব আশেক উল্লাহ রফিক এমপি ( স্যার), বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের আশ্বাাস দেন এবং এই সফলতা বা অর্জনকে অব্যাহত রাখার জন্য বিদ্যাালয় পরিচালনা কমিটি সদস্য ও সন্মানিত শিক্ষক – শিক্ষীীকাদেরকে অনুরোধ করেন এবং আরো মনোযোগিতার সাথে লেখাপড়া করার জন্য ছাত্র- ছাত্রীীদেরকে উপদেশ দেন।