‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। র্যালীটি ফৌজদারী মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কামরুন্নাহারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, নারী অধিকার কর্মী অ্যাডভোকেট শামীম আরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ঘরে-বাইরে নারীরা নানাভাবে নির্যাতন ও সহিংসতার শিকার হয়। নিজের ঘর ও সমাজে নারীর সুরক্ষা প্রদানের মাধ্যমে রাষ্ট্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাছাড়া নারীদেরকেও সকল অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের মাধ্যমে কন্যা শিশুরা নির্যাতন বা সহিংসতার শিকার হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রশাসন, সরকারসহ সবাইকে নারীদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে, তবেই নিরাপদ ও সহিংসতামুক্ত দেশ ও বিশ^ গড়ে তোলা যাবে। কর্মসুচিতে সরকারি-বেরসকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি পালিত হবে।