জামালপুরে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালের জামালপুর শহরের বকুলতলা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জামালপুর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রতন ও জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম অনেকেই বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন,জেলায় দেড়শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যারা দিবা রাত্রি মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গুলি নিরলস ভাবে স্বাস্থ্য সেবার পাশাপাশি বহু মানুষে কর্মসংস্হানের ব্যবস্হা করেছে।তাই অবিলম্বে বেসরকারি স্বাস্থ্য খাতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান তারা।এসময় হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এমএরশিদ হাসপাতালসহ জামালপুর জেলা শহরের বিভিন্ন হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ যে,গত শক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। এতে ৪ জন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে।