জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এই কার্যক্রম। শনিবার সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র পক্ষ থেকে সমাজের অসহায় অবহেলিত জনগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। বিতরণ কালীল সময়ে উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর ইসলাম। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের মাঝে আতব চাউল, দুধ, চিনি, সেমাই ও সাবান বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ কালীল সময়ে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী মো: আনোয়ার হোসাইন, আল বিল্লাল খান, বিলাত আলী প্রমুখ।