জামালপুরে ১৮৯মন্ডপে শারদীয়
দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি সম্পন্ন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর দুর্গা দেবীর দুলনায় আগমনকে ঘিরে শেষ মহূর্তে প্রতিমায় সাজানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামালপুর জেলা শহরসহ ৭ উপজেলার প্রতিমা কারিগর,পুরোহিত, শ্রমিক ও পুজা উৎযাপন কমিটির লোকজন । জানা গেছে, চলতি বছর জামালপুর জেলা সদরে ৪৬টি সহ ৭উপজেলায় ১৮৯ টি মন্ডপে শারদীয় উৎসব পালিত হবে। শেষ মহূর্তে প্রতিমা কারিগর,পুরোহিত ও শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি মন্ডপে রং, প্যান্ডেল সাজানো কাজ করছে। বুধবার মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে আগমনের আহ্বানের মধ্য দিয়ে ৫দিন ব্যাপি শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার এই উৎসব। যা আগামী ১৩ অক্টোবর বিজয় দশমী মধ্যে দিয়ে শেষ হবে। সনাতন ধর্মাবলম্বী পূজা উৎযাপন কমিটি ও আগত দর্শনার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দূর্গা পূজা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃংখল পরিস্থতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম সেবা)।