০৯-০৭-২০২৫ ইং জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, মাদ্ক অভিযান,ওয়ারেন্ট তামিল,বিভিন্ন অপরাধ মুলক মামলা ও বিরোধ নিষ্পত্তিতে জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হলেন,জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক( নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম । জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম( পিপিএম)। গত জুন /২০২৫ ইং মাসের পারফরমেন্স অনুযায়ী এই শুভেচ্ছা স্মারক ক্রেশ প্রদান করেন। এ সময় নারায়ণ পুর তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম ছুটিতে থাকায় তার পক্ষে শুভেচ্ছা স্মারক ক্রেস গ্রহণ করেন,নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এস আই নিরুপম চন্দ্রনাথ।