জামালপুর সদর উপজেলার দিগপাইত ডিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (১০ এপ্রিল-২০২৫) বৃহস্পতিবার এস এস সি ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্র সুষ্ঠু সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর কেন্দ্রটিতে ১৪ টি বিদ্যালয়ের মোট ১০২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ০৭ জন।
দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০২৯ জন, উপস্থিত পরীক্ষার্থী ১০১৮ জন, অনুপস্থিত ০৭ জন। বিশেষ পরীক্ষার্থী ০৪ জন। (উল্লেখ্য এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১০২৫ জন)
দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্বাস আলী আকন্দ।
অপরদিকে দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার হিসেবে ছিলেন মো: জাকির হোসেন পরিদর্শকের দায়িত্ব পালন করেন দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্বাস আলী আকন্দ।
উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা খাতুন।
এ সময় পরিদর্শক টিম পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।