বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত আমীর ও ময়মনসিংহ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতের নেতৃবৃন্দের কথা ও কাজে মিল আছে। তারা যা বলে তা করে দেখায়। অতীতে আমরা দেখেছি নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দেয়া হয়,কিন্তু নির্বাচনের পরে জনগণকে আর তারা চিনেনা, তাদের সাথে দেখা করতে গেলেও সিরিয়াল দিতে হয়, টাকা দেয়া লাগে। জামায়াত এসবের অবসান ঘটাবে।
শুক্রবার (১১জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর কাঁচিঝুলি সাংগঠনিক থানার অন্তর্গত ৯নং খাগডহর ইউনিয়নের সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন গরীব মানুষ হাসপাতালে চিকিৎসা পায় না, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষা থেকে গরীবের সন্তানেরা বঞ্চিত, আর অন্যদিকে অবৈধ ভাবে সম্পদের পাহাড় গড়া ধনীরা শরীর গরম হলেই বিদেশে চিকিৎসা নিতে চলে যায়, তাদের সন্তানেরা দেশে-বিদেশে বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। জামায়াত ক্ষমতায় গেলে এসব বৈষম্য দূর করা হবে। গরীবের উপর সকল জুলুম বন্ধ হবে এবং এ জুলুম যারা করেছে তাদের বিচার হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৯নং খাগডহর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: আলিমুল হক এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য হায়দার করিম, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, উলামা বিভাগ ময়মনসিংহ মহানগরীর আমীর সোলায়মান আহসান , কাঁচিঝুলি সাংগঠনিক থানার আমীর আবু কাউসার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।