চুয়াডাঙ্গা জেলার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মিলন (৪০) কে আটক করেছে।মঙ্গলবার ১৩ই মে ২০২৫ ইং রাত ১১.৩০ মিনিটে উপজেলার রাজনগর গ্রাম হতে তাকে আটক করা হয়।আটক মিলন রাজনগর গ্রামের মৃত্য মজের আলী মন্টুর ছেলে।
জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ নয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম মঙ্গলবার রাতে জিবননগর উপজেলার রাজনগর গ্রামে মিলনের বাড়ি মাদক বিরোধী অভিযান চালিয়ে মিলনকে আটক করে।
এসময় উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ০১ টি এন্ডোয়েট মোবাইল ফোন ও ০১ টি পিতলের পাইপ।
জিবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান,আটক মিলনের বিরুদ্ধে জিবননগর থানায় মামলা দায়ের শেষে বুধবার সকালে তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করা হয়েছে।