২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সেনবাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতি অনুষ্ঠিত ওই স্মরণ সভায় উপস্থিত ছিলেন, জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহিদ শাহাদাত হোসেন শাওনের পিতা বশির আলম-মাতা ভাই মোঃ হানিফ ও আহত আবদুর রব এবং মোঃ আবু নাছের এবং তাদের পরিবারের সদস্যরা।এ সময় আহত এবং নিহত পরিবারের সদস্যেদের দেওয়া বক্তব্যে স্মরণ সভায় উপস্থিত সকলে চোখে পানি চলে আসে।এসময় আহতরা অর্থের অভাবে তাদের চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন যাপন করছে বলে জানান। এবং নিহত শাওনের পিতা-মাতা-ভাই নির্বিচারে গুলি করে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান,
সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশে দক্ষিন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির আহম্মদ,উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা,যুবনেতা খোরশেদ আলম ফুটন চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সস্পাদক আলা উদ্দিন আলো প্রমুখ।স্মরণ সভা শেষে জুলাই আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ শাওনের পরিবারকে ক্রেস্ট-সম্মননা ও আহতদেরকে উপজেলা পরিষদের পক্ষে থেকে অনুদান হিসেবে প্রাইজবন্ড প্রদান করা হয়