আজ(১৬জুলাই)বরগুনার আমতলী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়-এর দেয়ালে রঙ তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতার এক অনন্য নিদর্শন। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রাফিতি এঁকেছেন এই বিদ্যালয়েরই কয়েকজন শিক্ষার্থী।
আবু সাঈদ ছিলেন রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী, যিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন। গণতন্ত্র, শিক্ষার অধিকার, কোটা সংস্কার এবং ন্যায়বিচারের দাবিতে দেশব্যাপী যখন ছাত্র-জনতা রাজপথে নামে, তখন আবু সাঈদও হয়ে ওঠেন সেই আন্দোলনের অগ্রভাগের একজন সাহসী প্রতিনিধি। ১৬ জুলাই ২০২৪—এই দিনটি ইতিহাসে রক্তাক্ত হলেও গৌরবময় হয়ে থাকবে। সেদিন আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে তিনি শহীদ হন । তার মৃত্যু কেবল রংপুর নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। আবু সাঈদের মৃত্যু শিক্ষার্থী সমাজের মধ্যে শোক ও ক্ষোভের ঢেউ তোলে। রংপুর বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে স্মরণ করে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র সংগঠনগুলো তাকে “জুলাই বিপ্লবের শহীদ” হিসেবে ঘোষণা করে। কোটা সংস্কার আন্দোলনের সময় মীর মাহফুজুর রহমান মুগ্ধ শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দিতে, তিনি আন্দোলনকারীদের খাবার, পানি ও বিস্কুট বিতরণ করছিলেন । এরই মধ্যে ১৮ জুলাই ২০২৪ উত্তরা আজমপুরে পুলিশি গুলিতে মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি শহীদ হন । দেয়ালজুড়ে আঁকা এই গ্রাফিতি শুধু একটি চিত্রকর্ম নয়, বরং তা ইতিহাস, স্মৃতি আর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। শহীদদের আত্মত্যাগের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ও তাঁদের স্মরণে অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই গ্রাফিতি আমাদের ছাত্রদের মধ্যে ইতিহাসচেতনা ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়েছে। এটা শুধু সৌন্দর্যবর্ধন নয়, বরং একটি জীবন্ত ইতিহাস পাঠ।” গ্রাফিতি অঙ্কনকারীরা জানান, তারা চান ভবিষ্যত প্রজন্ম যেন শহীদদের অবদান ভুলে না যায়। তারা বলেন, “আমরা চাই, এই দেয়াল কথা বলুক—যেন সবাই দেখে এবং মনে রাখে যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন।” এই গ্রাফিতি এখন শুধু একটি স্কুলের দেয়ালজোড়া শিল্প নয়—এটি একটি চলমান চেতনা, যা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে দেশের জন্য ভালো কিছু করার প্রেরণায়।