‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বর্ণাঢ্য র্যালি ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মর্ডাণ মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
র্যালি শেষে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রীতি খেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বক্তৃতায় উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জাগ্রত রাখতে এ দিবসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের ন্যায় আর কোনো ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেই চেতনা ছড়িয়ে দিতে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যালির পাশাপাশি দোয়া মাহফিল, আতশবাজি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।