কুড়িগ্রাম সদর উপজেলায় পালিত হলো জুলাই জাগরণে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সড়ক বা মহাসড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার সহ নিরাপদ রাস্তা বিনির্মাণে জন্য রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে,এ সময় বক্তারা বলেন বাংলাদেশের অধিকাংশ রাস্তা নোংরা আবর্জনায় পরিপূর্ণ যা সাধারণ পথচারী ও যানবাহন চলাচলের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সকল পথচারীর উচিত রাস্তায় কোন আবর্জনা না ফেলা যেমন প্লাস্টিক,প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট,সহ অন্যান্য বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা এজন্য জনসচেতনতা মূলক পোস্টার, লিফলেট, ব্যানার ফেস্টুন ও রাস্তায় মোড়ে মোড়ে জনসচেতনতা মূলক সাইনবোর্ডের ব্যবহার করা ইত্যাদি, এসময় বক্তব্যে আরও বলা হয় উন্নত বিশ্বে যাতায়াতের জন্য রাস্তা গুলো বাংলাদেশের রাস্তার তুলনায় অনেক প্রশস্ত ও পরিস্কার পরিচ্ছন্ন, আর সেখানের জনসাধারণ খুবই সচেতন তাই তারা রাস্তা, সেতু কালভার্ট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রচার প্রচারণা চালায় ফলে সেখানকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাওয়া যায়। বাংলাদেশের সকল জনসাধারণের উচিত রাস্তা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজস্ব উদ্যোগে গ্রহণ ও জনসচেতনতা বাড়াতে হবে।