“বিপ্লবের ধ্বনি, নতুন প্রজন্মের কণ্ঠে” ধারণ করে শুরু হওয়া জুলাই নব জাগরণের অংশ হিসেবে যশোর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আজ ৩০ জুলাই (বুধবার) বেলা ১১টায় অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানের দলিল প্রদর্শনী, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, জুলাই হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, পথনাটক, এবং স্মৃতিচারণ সভা।
অনুষ্ঠানে শিক্ষার্থী এম এন সাকিব, সালেহা সুলতানা উষা, আশা লতা, সোহানুর রহমান সোহাগ, জাহিদ হোসেন ইমন, মনির হাসান, মেহেদী হাসান, ফয়সাল আহমেদ, হাসিবুর রহমান, মোল্লা মো. ফেরদৌস, সাজিদুল মল্লিক, সাইফুল ইসলাম, সিয়াম হোসেন, এহসানুল হকসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই তাঁদের মূল লক্ষ্য।