জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৩ নভেম্বর (রবিবার) জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মিজ্ আফরোজা আখতার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা আরও আধুনিক ও জনবান্ধব করার উপায়, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। তিনি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের চলমান কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নিরাপদ সাতক্ষীরা গড়তে সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অর্জন এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার পাশাপাশি সেবার মান আরও বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “একটি উন্নত ও সেবামুখী জেলা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বিত কাজই আমাদের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ মতবিনিময় সভার মাধ্যমে জেলা পর্যায়ে উন্নয়ন, সেবা এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সকল দপ্তরের মধ্যে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা।