চট্টগ্রাম মিরসরাই উপজেলা জোরারগঞ্জ চত্তনেরহাট- ৮ নং গোপালপুর ইউনিয়নের -৩ নং ওয়ার্ড সিদ্দিক আহমেদ মেস্তরী বাড়ির মোঃ রিয়াজ উদ্দিনের (২৩)বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটে, গত ২৪,৬,২০২৫ইং বিকাল আনুঃ ৫ টায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে জোরারগঞ্জ থানাদীন গোপালপুর সাকিন্হ বাদীর বসতবাড়ির জয়গায় বিবাদি নুর আলম(৬০) রোকেয়া বেগম(৫০) স্বামি নুর আলম জোরপূর্বক ভাবে ৫ টি বালুর বস্তা কেন রেখেছে বিবাদী কে জিজ্ঞাসাবাদ করিলে বাদির উপর ক্ষিপ্ত হয় এবং মারধরের ঘটনা ঘটে, হুমকি ধুমকি দিয়েছেন বলেও জানান, এবং বাদীর মা বোন কে ও লাঠি দ্বারা আঘাত করে, পরবর্তীতে দেশীয় অস্ত্রধারা ঘরে আঘাত করে টিন কেটে ফেলে, এ বিষয়ে বিবাদী রোকেয়া বেগমের সাথে কথা বলে জানা যায় বাদীপক্ষ বিবাদী রোকেয়াকেও মারধরের অভিযোগ করেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারি হাংগামার ঘটনাটি ঘটেছে, বাদী বিবাদী একই বাড়িতে বসবাস করেন, বাদী পক্ষের কথা অনুযায়ী ২০২৩ সালেও বাদির সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, থানায় যদিও অভিযোগ করা হয়েছিল এতে কোন সমাধান পাননি, ঠিক একই ঘটনা পুনরায় ২০২৫ সালে আবার ঘটলো,এই ঘটনা কে কেন্দ্র করে জোরারগঞ্জ থানায় বাদী এবং বিবাদী উভয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন, বিষয়টি বর্তমানে জোরারগন্জ থানার আওতাধীন আছেন,তবে স্থানীয় কিছু ব্যক্তির জবানবন্দী সাক্ষ্য প্রমাণিত অনুযায়ী বিবাদী রোকেয়া অপরাধী বলে জানান,তবে বিষটি যেহেতু থানায় উভয় পক্ষের অভিযোগ আছে বাদির দাবি সঠিক তদন্তের মাধ্যমে এটার একটা সমাধান হোক।