1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখার ইকো পার্কের রাস্তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক রাবির দশতলা হলের নির্মাণ কাজ প্রায় শেষ; ডিসেম্বরেই আসন পাবেন শিক্ষার্থীরা চাঁদাবাজি ও অনিয়ম করতে গিয়ে বিএনপি’র যুবদলের নেতা কে গণপিটানি দেয় জনগণ শরীয়তপুর জেলা সখিপুর থানা দিন আজকে পনেরই মেয়ে ২০২৫ রোজ বৃহস্পতিবার কনেল (অব)এস এন এ ফয়সাল আহাম্মেদ মিটিং করেন রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫ ঢাবি’র ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন কয়রায় শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ জয়পুরহাটে ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসুস্থ মেজর (অবঃ) আব্দুল মান্নানকে দেখতে গেলেন বিকল্প ধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দ

জয়পুরহাটে ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক

Shadhin Kumar
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের শালগাঁও-জয়হার পুকুরপাড় ঈদগাহ মাঠের জমি স্ত্রীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিমের বিরুদ্ধে। তিনি তাঁর স্ত্রী ছালমা পারভীনের নামে গোপনে ঈদগাহ মাঠটি রেজিস্ট্রি দলিল সম্পাদন করে দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি ঈদগাহের মাটি বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
মাটি কাটা বন্ধ করে ঈদগাহ ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ব্যানারে ওই ঈদগাহ মাঠে আয়োজিত মানববন্ধনে দস্তপুর, শালগাঁও গ্রামের শতাধিক বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের স্ত্রীর নামে ঈদগাহ মাঠের জমি রেজিস্ট্রি দলিল সম্পাদনের জাবেদা কপি প্রদর্শন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ১০-১২ ব্যক্তি বলেন, ২০০১ সালে দস্তপুর গ্রামের মরহুম শরিফ উদ্দিন তাঁর শালগাঁও জয়হার পুকুরপাড়ে ৩৩ শতক জমি ঈদগাহ মাঠের নামে দান করেন। একই গ্রামের ফজলুর রহমান ৫ শতক জমি ঈদগাহের নামে লিখে দেন। মোট ৩৮ শতক জমিতে ঈদগাহ মাঠ করা হয়। ২০০২ সাল থেকে সেখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন স্থানীয় লোকজন। সেই সময় আবদুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। আবদুল হামিদ জমিদাতা শরিফ উদ্দিনের ছেলে আর ফজলুল করিম জামাতা। সভাপতি আবদুল হামিদ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর নতুন করে আর কমিটি হয়নি। সাধারণ সম্পাদক ফজলুল করিম একাই মাঠ পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদগাহ মাঠটি সাধারণ সম্পাদক ফজলুল করিম তাঁর স্ত্রী মোছা. ছালমা পারভীনের নামে কবলা দলিল সম্পাদন করে দিয়েছেন। এ ঘটনা জানাজানির পর ঈদগাহ মাঠে শুধু চলতি বছরে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়নি। এখন ঈদগাহ মাঠের মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছেন। সাধারণ সম্পাদক ঈদগাহ মাঠে ফসল লাগানোর প্রস্তুতি নিয়েছেন।
কবলা দলিলে উল্লেখ করা হয়েছে, হস্তান্তরিত জমির পরিমাণ ৩৮ শতক। জমির শ্রেণি ধানি ও পুকুর। মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা। দলিলগ্রহীতা মোছা. ছালমা পারভীন। দলিলে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১ ডিসেম্বরের পরিচালনা কমিটির রেজল্যুশন অনুযায়ী ঈদগাহ মাঠের নিমিত্তে ও উন্নয়নের জন্য অন্যত্র জমি কেনার জন্য নগদ টাকার বিশেষ আবশ্যকের কারণে জমি বিক্রি করলেন।
ঈদগাহ মাঠের জমিদাতা মরহুম শরিফ উদ্দিনের নাতি ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবদুল হামিদের ছেলে আবদুল আলিম বলেন, ‘হঠাৎ করেই ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমার ফুফা ফজলুল করিম গোপনে ঈদগাহ মাঠটি আমার ফুফুর কাছে ২ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করেছেন। এখানকার প্রতি শতক জমির দাম ৪৫ হাজার টাকা। সেই হিসাবে ৩৮ শতক জমির দাম ১৭ লাখ টাকার অধিক। জালিয়াতি করে ঈদগাহ মাঠ বিক্রি করা হয়েছে। আমরা ঈদগাহ মাঠে আবার আগের মতো ঈদের নামাজ আদায় করতে চাই।’
ঈদগাহ মাঠে পাঁচ শতক জমিদাতা ফজলুর রহমান বলেন, ‘আমি ঈদগাহ মাঠের জন্য সেই সময় পাঁচ শতক জমি কিনে ঈদগাহ মাঠে দান করেছিলাম। এখন জানলাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম গোপনে তাঁর স্ত্রীর কাছে ঈদগাহ মাঠ বিক্রি করেছেন। ঈদগাহ মাঠের মাটি কেটে ফসলি জমিতে রূপান্তরিত করা হয়েছে। ঈদগাহ কীভাবে নিজের স্ত্রীর কাছে বিক্রি করল, তা জেনে বিস্মিত হয়েছি। আমরা ঈদগাহ মাঠ ফেরত চাই।’
ঈদগাহ মাঠ স্ত্রীর বিক্রির বিষয়ে জানতে শালগাঁওয়ে ফজলুল করিমের বাড়িতে যাওয়া হয়। সাংবাদিক পরিচয় পেয়ে কেউ বাড়ির দরজা খোলেননি। বাড়ির ভেতর ফজলুল করিমের ছেলের বউ পরিচয় দিয়ে এক নারী বলেন, ফজলুল করিম বাড়িতে নেই। যদিও গ্রামের একজন দোকানিসহ ১০-১২ ব্যক্তি বলেন, কিছুক্ষণ আগেই ফজলুল করিম বাড়িতে প্রবেশ করেন। এরপর তাঁকে আর বাইরে যেতে দেখেননি কেউ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com