1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনা জেলার আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অলী আহাদ স্যারের বিদায়ী সংবর্ধনা সামরিক বিরতির পর ফিরছে বিটিএস, আসছে প্রথম লাইভ অ্যালবাম যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে প্রাণ গেল ৩ জনের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণ কারীদের স্মরণে দোয়া মাহফিল জবি শিক্ষকের নামে অপপ্রচার, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কতৃক প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুড়িগ্রামে দেখা গেলো আশির দশকের চিএ শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরি আসাদের বিরুদ্ধে-

ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নীরব আলো: শ্রদ্ধেয় বাবুল স্যারকে বিদায়

এ বি এম রব্বানী বাপ্পী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়—শ্রীবরদী উপজেলার গর্ব, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যার আলোকবর্তিকা হয়ে ছিলেন একজন মানুষ: বাবুল স্যার। গণিত ও পদার্থবিজ্ঞানের সেই পরিশ্রমী, মমতাময় শিক্ষক এতটা সাদামাটাভাবে বিদায় নেবেন—তা আমরা কল্পনাও করিনি।

বাবুল স্যার ছিলেন শুধুই একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন দিকনির্দেশক, একজন পথপ্রদর্শক, যিনি শত শত শিক্ষার্থীকে নিয়ে গেছেন সফলতার শিখরে। তাঁর হাত ধরেই অনেকেই পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশের ও বিদেশের নামকরা প্রতিষ্ঠানে। তাঁর কঠোর পরিশ্রম, ধৈর্য আর সহানুভূতির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের আপনজন।

পদার্থবিজ্ঞানের ক্লাসে তাঁর উদাহরণ, গণিতের সমস্যা সমাধানে তাঁর ধৈর্য, আর ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা—সব মিলিয়ে তিনি যেন ছিলেন এক আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি। তাঁর শিক্ষা কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ ছিল না; তিনি শেখাতেন নৈতিকতা, সময়ানুবর্তিতা এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠার শিক্ষা।

ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি চেতনাবাহী প্রতিষ্ঠান, আর সেই চেতনার অন্যতম ভিত্তি ছিলেন বাবুল স্যার। তাঁর অবদানে বিদ্যালয়টি আজ শ্রীবরদী উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য ও আদর্শস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

আজ যখন তিনি অবসর নিচ্ছেন বা অন্য কোনো পথে যাত্রা করছেন, তখন এক নিঃশব্দ হাহাকার অনুভূত হচ্ছে স্কুলের আঙিনায়। আমাদের প্রত্যাশা, তাঁর এই অবদান কোনো দিন ভুলে যাবে না এই বিদ্যালয়, এই অঞ্চল, এই সমাজ।

স্যার, আপনার সাদামাটা বিদায় ছিল সত্যি আমাদের কল্পনার বাইরে। তবে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমরা আজীবন বয়ে নিয়ে যাব। আপনি যেমন ছিলেন আমাদের আলোর দিশারি, ঠিক তেমনই আপনার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ দেখাবে।

শুভ হোক আপনার আগামীর পথচলা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com