ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে চরকয়া গ্রামের বাসিন্দা মোঃ নাসির হাওলাদার (৪০), পিতা- সামসুদ্দিন হাওলাদার, মাতা- রেনু বেগম, তার বসতঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশির সময় নাসির হাওলাদারের শার্টের বাম পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত একটি প্যাকেটের মধ্যে রাখা ৩০ পিস লালচে-গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সময়ই জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।