আনুমানিক রাত ১২.৩০ মিনিটে ঝালকাঠি জিলার রাজাপুর উপজেলা বারবাকপুর গ্রামের হাজিরহাট নামক স্থানে গত কাল শনি বার গভীর রাতে চার পাঁচ জনের একটি সন্ত্রাসী মো: ইকবাল(৩৮) নামে একজন যুবক কে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে।
প্রতক্ষদর্শীদের বর্ননা মতে, রাত আনুমানিক ১২.৩০ চা পানে জন্য হাজির হাটের মো: বাদশা হাওলাদারের চায়ের দোকানে বসে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময়ে সুমন মুন্সী (৩৮) নামে যুবক প্রথমে ইকবাল কে ঝাপটে ধরলে সংগে থাকা অন্যান্য সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ইকবালের চিৎকারে বাদশা দোকানদার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কোপানোর হুমকি দেয়। ভয়ে কেহ সাহায্যের জন্য না আসায় ইকবাল কে মারত্মক ভাবে আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।