ঝিনাইদহ সদর উপজেলার দুই নম্বর মধুহাটি ইউনিয়নের মধুহাটি গ্রামের রফিচউদ্দীনের বাড়িতে আব্দুল আলীমের তত্ত্বাবধানে গড়ে উঠেছেন পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বিশাল অবৈধ কয়লা কারখানা আস্ত বড় বড় গাছ কেটে আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা, এবং সেই কয়লা ব্যবহার করা হচ্ছে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানায় এবং অন্যান্য কারখানায় দুই নম্বর মধুহাট ইউনিয়নের মধুহাটি গ্রামের লোকজনের দাবি এখানে আগুনের ধোঁয়ার কারনে চরমভাবে পরিবেশ দুষিত হচ্ছে বাতাসের সাথে কালোধুয়ার মিশ্রনে এবং আগুনের কারণে দুষিত হচ্ছে পরিবেশ,যে কোন সময় আগুনে পুড়ে ঝলসে যেতে পারেপুরা গ্রামবাসী তাই পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করার পরও পরিবেশ অধিদপ্তর কোন গুরুত্ব না দেওয়াই এলাকাবাসীর সৃষ্টি হয়েছে বিরাট ক্ষোভ পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া এই অবৈধ্য কয়লা কারখানার কারনে হতে পারে পুরা গ্রাম পুড়ে ছাই। না জানার ভান করে অবৈধ কয়লার কারখানা ধ্বংস করার কথা নয় বরং কোনরকম চেষ্টা না করে চুপ চাপ বসে আছে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ। তাই তারা এই এলাকার সমস্ত মানুষ কারখানা পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন সচেতন মহলও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এর নিকট বিনীত অনুরোধ জানিয়েছে।