২৩ মার্চ ২০২৪ইং শনিবার বিকেল ৩টার দিকে এ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। যাহার কারনে অনেক কৃষি জমি ও ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। ধান ও ভুট্টা চাষি দের অনেক ক্ষয় ক্ষতির হয়।অনেকের বাড়িরঘর ও টিনের চালা ঝড়ের কারনে ভেঙ্গে যায়।রাস্তায় অনেক গাছ ভেঙ্গে পড়ার কারনে রিক্সা,ভ্যান,বাস,ট্রাক,ও জন সাধারনের চলাচলের অনেক ব্যঘাত ঘটে।