লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ তুলাতুলী বাজার (প্রকাশ ইসমাইল্লা হাট খোলা) এর পাশ দিয়ে বয়ে গেছে টংকাবতী খাল। এই তুলাতলী বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে উত্তর আমিরাবাদ দাশ পাড়া, বৈরাগী পাড়া,শীল পাড়া, চৌধুরী পাড়া, শান্তি পূর পাড়া, দয়ার বাপের বাড়ি অবস্থিত। উত্তর আমিরাবাদ এলাকায় বারআউলিয়া ডিগ্রি কলেজ, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় অবস্থিত। তাই প্রতিদিন টংকাবতী খালের পাশে অবস্থিত তুলাতলী বাজারের রাস্তা দিয়ে সাধারণ মানুষ সহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা চলাচল করে। এলাকাবাসীর তথ্য মতে চলাচলের প্রশস্ত রাস্তাটি প্রতি বর্ষার মৌসুমে টংকাবতী খালের পানির কবলে পড়ে ক্রমশই সরু হয়ে যাচ্ছে। ফলে স্থানীয় জনগণ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় কাতার এয়ারলাইন্সের প্রকৌশলী অন্জন কুমার দাশ বলেন, এ ব্যাপারে আমি বিগত কয়েক বছর যাবৎ অনেকবার স্থানীয় প্রশাসককে অবহিত করেছি,এমন কি পানি উন্নয়ন বোর্ডে ও আবেদন করেছি কিন্তু কোন সুরাহা পাইনি তারপরও স্থানীয় জনগণ যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা স্থানীয় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে প্রতি বছর খালের করাল গ্রাস থেকে সাময়িক রক্ষা পাওয়ার জন্য খালের পাড় সংলগ্ন রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করলেও তা বেশিদিন সুরক্ষিত থাকে না। স্থানীয় বাসিন্দা জনাব আকতারুল হক জানান, এব্যাপারে বিগত সময়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছিল কিন্তু এখনো কোন সুরাহা হয়নি। আমরা এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। স্থানীয় রাজীব চক্রবর্তী বলেন, আমি নিজে স্থানীয় প্রশাসক থেকে শুরু করে উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু আমরা কোন সুফল পাইনি। সরেজমিনে দেখা যায়, আসলেই এলাকাবাসী দরিদ্র হবার কারনে তাদের পক্ষে প্রতি বছর নিজস্ব অর্থায়নে খাল পা ড়ের রাস্তা সংস্কার করা সম্ভব নয়। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা উপজেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।