গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন রাবেয়া সাবরিন লিখন (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী যুবতী। সোমবার (১৯ মে ২০২৫) ভোর ৬টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাবেয়া সাবরিন টঙ্গীর উত্তর আরিচপুর কাজীবাড়ি পুকুরপাড়ের মালেক মঞ্জিল নামক একটি ভবনের দ্বিতীয় তলায় একা ভাড়া থাকতেন। সোমবার সকালে তাঁর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংস নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহতা রাবেয়া সাবরিন লিখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ “টঙ্গী শারিরিক প্রতিবন্ধী সুরক্ষা কল্যাণ ট্রাস্ট”-এ একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বাকপ্রতিবন্ধী হলেও অত্যন্ত পরিশ্রমী ও আত্মনির্ভরশীল হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। লিখন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার উত্তর পটখালি গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, লিখন ছিলেন নিরীহ ও নিঃসঙ্গ জীবনযাপনকারী একজন প্রতিবন্ধী নারী। এমন নির্মম হত্যাকাণ্ডে তারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।