মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দীঘির পাড় ইউনিয়নে স্ত্রী কে মারধর করার অভিযোগ উঠেছে।
জানাগেছে উপজেলার দীঘির পাড় ইউনিয়নের, ইয়াছিন মৃধার ছেলে শাহিন মৃধা ( ৩২ ) বেশনাল বাজারে জনসম্মুখে স্ত্রী কে মারধর করে ।
পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় । আকলিমা ( ২৩ ) বাড়ি মালখানগর বাবার নাম শেখ জামাল ,আকলিমা বলে আনুমানিক পাঁচ বছর আগে ইসলাম শরিয়ত নিয়মানুযায়ী শাহিন মৃধা আগের বিয়ের কথা গোপন রেখে আমাকে বিবাহ করে।
শাহিন মৃধা নিশা করে নেশাগ্রস্ত হয়ে কারণে অকারণে আমাকে মারধর করে এবং যৌতুকের টাকা দাবি করে বিভিন্ন সময় আমাকে মানসিকভাবে নির্যাতন করে আসে। বেশনালে ভাড়া থাকি সংসারের সুখের কথা চিন্তা করে বিষয়গুলো গোপন রাখি,
( ১৯ মে ) তার আগের স্ত্রীর ঘরে একটি মেয়ে তাসনিম ( ০৭ ) নামে বেশনাল মাদ্রাসা থেকে আসার পথে নিশাগ্রস্থ অবস্থা যৌতুকের টাকার জন্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবাদ করলে আমাকে কিল, ঘুষি লাথি মেরে জখম করে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাদী হয়ে আকলিমা,স্বামীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মহিদুল ইসলাম বলেন, আকলিমার অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।