মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নির্মাণাধীন সড়কে নির্মাণ কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ভবনের দেয়াল। উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে আমতলী বাইপাস সড়কের নির্মাণে কাজের বাধা হয়েছে মোক্তার শেখের বাড়ির দেয়াল। এতে বন্ধ রয়েছে ১কোটি ১৯লাখ টাকা ব্যয়ে ৪৩৫ মিটার সড়কের নির্মাণ কাজ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে উপজেলার আমতলী গিয়ে দেখা যায়, আমতলী বাইপাস সড়কের নির্মাণ কাজ চলছে। তবে রাস্তার পার্শ্বে একটি ভবনের দেয়াল থাকায় সড়কটি পরিপূর্ণ ভাবে নির্মাণ করা যাচ্ছেনা। ভবনের দেয়াল ভেঙে শিডিউল অনুযায়ী রাস্তার জায়গা খালি না করা পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি যেভাবে রাস্তার কাজ ধরা হয়েছে সে অনুযায়ী রাস্তা নির্মাণ করতে হবে। কারো ব্যক্তিগত স্বার্থে রাস্তা সংকীর্ণ করা যাবেনা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বাসেদ খান ও আইয়ুব আলী দালাল বলেন, দীর্ঘদিন পরে আমাদের বাড়ির পার্শ্বে সড়কের নির্মাণ কাজ চলছে। আমরা চাই আমাদের সড়কটি সুন্দর হোক। সিডিউলে যেভাবে ধরা হয়েছে সে অনুযায়ী কাজ করা হোক। স্থানীয় বাসিন্দা, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম বলেন, রাস্তাটির পার্শ্বে যে দেয়ালটি দেখা যাচ্ছে তার কিছু অংশ রাস্তার জায়গায় পড়েছে। রাস্তার জায়গায় থাকা দেয়াল ভেঙে না দেয়ায় ঠিকমত রাস্তার কাজ করতে পারছেনা। তাই আমরা এলাকাবাসী দেয়াল ভেঙে রাস্তার জায়গা খালি করার আগ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারকে বাধা দিয়েছি। রাস্তার পার্শ্বে ভবন মালিক মোক্তার শেখ বলেন, জনস্বার্থে রাস্তা নির্মাণে জায়গা ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু আমার ভবন ভাঙতে যে খরচ হবে সেটা কে দিবে? ঠিকাদার প্রতিষ্ঠান নিক্সন ট্রেডিং এর মালিক আক্তারুজ্জামান বলেন, অফিসের দেওয়া শিডিউল অনুযায়ী কাজ করা হবে। এবিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, যদি কেউ আইনের বাহিরে গিয়ে রাস্তার কাজে বাধা সৃষ্টি করে তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।