1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি রক্ষা করবো- এ্যাডভোকেট হোসেন সুন্দরগঞ্জে ক্রয় কৃত জমি জোরপূর্বক জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুন্দরগঞ্জে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে স্বর্ণের পুতুল নিয়ে প্রচারিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ময়মনসিংহে এএসআই আয়েছ মাহমুদ এর অভিযানে প্রাইভেটকারসহ ৩ জুয়ারি গ্রেপ্তার নেত্রকোণায় জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনার কয়রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সোনা মসজিদ স্থলবন্দরে নৌ পরিবহন উপদেষ্টা মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় কয়রায় গাঁজাসহ আটক ১, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

টাংগাইলের নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন: পুনরায় সভাপতি তোফায়েল, সেক্রেটারি মাহিন

মোঃ কবির হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে মো. তোফায়েল আহমেদ পুনরায় উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাকিবুল ইসলাম মাহিন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল মনোনীত করা হয়েছে।
শুক্রবার(১ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাথী সমাবেশে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা সভাপতি মো. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এবং সদ্য সাবেক  উপজেলা সেক্রেটারি আ. হাকিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি  মো. মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক মো. তাওহিদ ইসলাম।
নাগরপুর সংগঠনের সূত্রে জানা যায়, সাথী সমাবেশ শেষে নতুন উপজেলা সভাপতি নির্বাচনের জন্য জেলা সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. তোফায়েল আহমেদকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় এবং তাকে সংগঠনের পক্ষ থেকে সাংবিধানিক শপথ পাঠ করানো হয়।পরবর্তীতে সাথী ও দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে মো. রাকিবুল ইসলাম মাহিনকে উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি।
নবনির্বাচিত সভাপতি মো. তোফায়েল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, সাথীদের ভালোবাসা ও আস্থায় আমি পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি যেন এ দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম হই, এজন্য সকলের দোয়া এবং মহান আল্লাহর সাহায্য কামনা করছি।তিনি আরও বলেন,ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে এবং নৈতিকতার ভিত্তিতে কাজ করে এসেছে। আমরা শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমানের  বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, সাথী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নবনির্বাচিত সভাপতি মো. তোফায়েল আহমেদ পূর্বে উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের সময় ইসলামী ছাত্রশিবির করার কারণে দীর্ঘদিন কারাবরণ করেন।এছাড়াও তিনি জুলাই আন্দোলনের একজন বলিষ্ঠ সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।নবনির্বাচিত সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মাহিন পূর্বে বায়তুলমাল সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com