1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেমের উপর কর্মশালা অনুষ্ঠিত সিলোনিয়া নদীর বেড়িবাঁধ মেরামত না করায় আবার ও বন্যার আশংকা খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন যশোরের হামিদপুরের কৃতি সন্তান মাসুদুর রহমান টনি মাদারগঞ্জে মেসার্স রিমন টেডার্স এর সিমেন্টের তৈরি মালামাল ভাংচুর, থানায় অভিযোগ খিলগাঁও থানা ৭৫ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত সরকারি ক্যান্সার হাসপাতালে নেই মেডিক্যাল ফিজিসিস্ট, ঝুঁকিতে রেডিওথেরাপি লালমনিরহাটের তিস্তা নদীর ভাংগনে ফসলি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৬ কেজি ১২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০২ জন চাঁদাবাজির অভিযোগে পুরুষদের পাশাপাশি নারীরাও পেটালেন যুবদল-কৃষকদলের ৩ নেতাকে চট্টগ্রামে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

টাকার বিনিময়ে নারীদের হাতে পুরুষের নির্যাতন ও বিকৃত যৌনাচার, ঘটনার সাথে জড়িত গ্রেফতার দুই নারী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
টাকার বিনিময়ে নারীদের হাতে পুরুষের কথিত নির্যাতন, বিকৃত যৌনাচারের ডিভিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টায় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এই চক্র ‘ফেমডম গ্রুপ’ হিসেবে পরিচিত। নারীরা নিজেদের ‘মিসট্রেস’ হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তার দুই নারী হলেন-শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)। তারা দুইজন বান্ধবী বলে পুলিশকে জানিয়েছেন।
এ ধরনের চক্রের সদস্য গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশে প্রথম বলে মনে করছেন ভাটারা থানার এসআই ইকবাল হেসেন। তাদের একটি টেলিগ্রাম গ্রুপ থাকার তথ্য দিয়ে এসআই ইকবাল বলেন, ‘এই গ্রুপের সাথে এক ব্যক্তি যোগাযোগ করে এক ঘণ্টার ‘ফেমডম সেশন’ বুকিং করেন। পরে ওই ফ্ল্যাটে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দিলে সেখান অভিযান চালানো হয়। এসময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দুই নারীর কাছ থেকে বেশ কিছু ভিডিও পাওয়া যায় যেগুলো ‘ফেমডম সেশন’ এর অংশ। এছাড়া বিকৃত যৌনাচারে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ পোশাক, হাইহিল বুট জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, যেসব পুরুষ এ বিষয়ে আগ্রহী তারা গ্রুপে যোগাযোগ করে এক ঘণ্টার জন্য ৩ থেকে ৫ হাজার টাকায় ‘সেশন’ বুকিং করেন। পুরুষরা সেখানে গিয়ে স্বেচ্ছায় তরুণীর হাতে কথিত নির্যাতনের শিকার হন। এতে সে পুরুষরা আনন্দ পান বলে গ্রেপ্তার দুই নারী বলেছেন। যখন কথিত নির্যাতন চলে তখন সে পুরুষের অনুমতি নিয়ে ভিডিও করার দাবি করে তিনি বলেন, পরে সে ভিডিও ৫০০ থেকে ১ হাজার টাকায় কিনে নেয় পুরুষটি। এসব ভিডিওর কিছু অংশ তাদের নির্ধারিত গ্রুপে পোস্ট করে থাকে। প্রতিদিন তারা দুই থেকে তিনজনের বুকিং নেন বলে পুলিশকে বলেছেন গ্রেপ্তার দুই নারী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com