দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তিনি ১ লাখ ৫৮ হাজার ৮৭২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মুক্তাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অলিও।তিনি কাঁচি পতিকের ভোট পেয়েছেন ৬৪ হাজার ৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুক্তাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের মোট ভোটার ৬ লাখ ২১ হাজার ৫৮৪ জন ভোটার।