গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করে, পরে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
১৯ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে তারাইল বিলে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। অভিযান চলাকালে শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করা হয়। এরমধ্যে রয়েছে ৬টি বালি হাঁস এবং ১০টি লেওয়া পাখি,এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
উদ্ধারকৃত পাখিগুলো সোমবার দুপুর ২টার কিছুক্ষণ পরে তারাইল বিলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। পাখি অবমুক্তের সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল- আমিন হালদার বলেন, “অতিথি পাখি ও বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।