1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

টেকনাফে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজন সহ আটক ৩জন,পিস্তল-ইয়াবা উদ্ধার

মোহাম্মদ আরিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড সদস্যরা। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি ৯মি.মি.বিদেশি পিস্তল ওচার রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটক হলেন- মোঃ ইলিয়াস (৩০),নুর আহাম্মদ (৬১), ও গুলিবিদ্ধ আব্দুল শুক্কুর (৪০) তারা সবাই উকিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্টগার্ড। সোমবার (১৯মে) বেলা ১২টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন -অর রশীদ বলেন গোপন সংবাদের ভিক্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় কোস্টগার্ডের একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচার কারীরা গুলিনচালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্টগার্ড সদস্যরাও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায় এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে আব্দুল শুক্কুর নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘন্টা ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। মিডিয়া কর্মকর্তা বলেন, পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শুক্কুর কে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন -অর রশীদ বলেন, উপকূলীয় এলাকার মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্হানীয় জেলেরা বলছেন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একটি নৌকায় আটজন জেলে মাছ শিকারে যায়। পরে সকালে শুনেছি ওই নৌকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।এ ঘটনায় সকালে তুলাতুলি ঘাটে জেলেদের পরিবারের সদস্যরা এসে স্বজনদের খোজাখুজি করতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com