চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও নশিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মক আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ আমনুরা ঝিলিম ইউনিয়নের বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি নশিমন চালক নওগাঁ জেলার মান্দা উপজেলা ফেটগ্রাম পরানপুরের আসাদ আলীর ছেলে আল আমিন ।আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিলন। নবাবগঞ্জ থানার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে শশা বিক্রি করে বাড়ি ফেরার পথে ঝিলিম ইউনিয়নের বুলনপুরে ট্রাক ও নশিমন মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই আল আমিন নিহত হয়ে রাস্তায় পড়ে থাকে । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মেহদিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। মৃত আল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।