কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার
হ্নীলা ইউনিয়নে আলীখালীতে সি.এন.জি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, চালকদের অনিয়মে ক্ষোভ
 সাদ্দাম হোসেন সাজ্জাদ,
৯ ডিসেম্বর ২০২৫:কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় আজ দুপুর ১:৩০ ঘটিকায় ট্রাক ও সি.এন.জি বাহনের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।নিহতরা হলেন:১. মোহাম্মদ ফারুক (২৫), হ্নীলা ইউনিয়নের নংওয়ার্ড পূর্বপাড়া এলাকার মৃত মোহাম্মদ সেলিমের দ্বিতীয় ছেলে।২. মোহাম্মদ শফিক (২৫), হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যা ঘোনা এলাকার আব্দু রহিমের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সি.এন.জি গাড়িটি পুরোপুরি ভেঙে গিয়ে আলীখালী রাস্তার পাশের খালে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করতে স্থানীয়রা অনেক কষ্ট করেছেন। অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের জন্য সাহায্য করেছেন।
এলাকার বাসিন্দারা জানান, মিনি ট্রাক চালকরা সাধারণত দ্রুতগতিতে গাড়ি চালান এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রায় নেই। তাদের অনিয়ম ও অশিক্ষিত চালনা সড়ক দুর্ঘটনাগুলোর মূল কারণ। স্থানীয়রা আরো বলেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।নিহত শফিকের পরিবারের সদস্যরা শোকাহত। তার দুইটি ছোট সন্তান—আরিফ (৮) এবং আনিস (৪)—এখন তাদের বাবাহীন হয়ে পড়েছে। তার স্ত্রী, মা, ছোট ভাই-বোনসহ অন্যান্য পরিবার সদস্যরা গভীর শোকের মধ্যে আছেন।এলাকার জনগণ সড়ক নিরাপত্তা বাড়ানোর এবং ট্রাক ও মিনি ট্রাক চালকদের আইন মেনে চলার বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।এ দুর্ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে এবং স্থানীয়রা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।