ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও রুপা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার রাঙাটুঙি এলাকায় দুটি পরিবারে এ ঘটনা ঘটে। আর এতে অসুস্থ খতেজা বেগম(৪৫) ও খোরশেদ আলম(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ খোরশেদ আলম জানান, আমি বাহির থেকে বাড়িতে এসে দেখি আমার বাবা, মা ঘুমাচ্ছে। এবং ঘরে গিয়ে দেখি জিনিস এলোমেলো হয়ে পরে আছে। এমনকি আমার চাচি ও চাচাতো ভাই অসুস্থ হয়ে পরে আছে। এর কিচ্ছুক্ষণের মধ্যেই বাড়িতে রাখা কলা ও পানি খেয়ে আমিও অচেতন হয়ে পরি। পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। এখনো আমার মার ঘুম ভাঙ্গছেনা। তিনি আরও জানান, পরে ঘরে গিয়ে দেখি জিনিস পত্র এলোমেলো এবং ঘরে থাকা ১৫ হাজার, ৩ ভরি রুপা ও আমার চাচার ৫ হাজার টাকা নিয়ে গেছে কেউ। চাচার পরিবারের বরাত দিয়ে খোরশেদ আলম বলেন, তাদের পরিবারে হলুদ গুড়াতে কিছু একটা মিশিয়ে দিলে সেই গুড়া দিয়ে তরকারি রান্না করার ফলে তারা অজ্ঞান হয়ে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চক্র শনাক্তকরণে কাজ চলছে।