ঠাকুরগাঁও এর হরিপুরে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জমি দখলের জেরে ২০টি বাড়িতে লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু হারিয়ে ভুক্তভোগীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হরিপুরের মাটি। স্থানীয়রা জনান এই লুটপাট ও অগ্নিসংযোগ যেন একাত্তর কেউ হার মানায়।ভুক্তভোগীরা জানান তাদের সাথে কোন গন্ডগোল বা কিছুই ছিল না। কোরআন,বই খাতা, সার্টিফিকেট সব কিছুই আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ।হরিপুর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল জানান ৪ বিঘা জমি দখলের জেরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরবরর্তীতে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে কয়েকশ দূ’র্বৃ’ত্ত এই হামলা চালায়।
লুট করে নিয়ে যায় প্রতিটি বাড়ির টাকা,গরু ছাগল, টাকা-পয়সা সহ স্বর্ণ অলংকার।