নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের অন্তর্গত কাস্টম পাড়া নামক স্থানের জাহিদুল ইসলাম এর বাড়ি থেকে আজিজুল ইসলাম কাট কাটার বাড়ি পর্যন্ত রাস্তার পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী।
এসময় রাস্তার সংস্কার কাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। কাবিখা কাবিটা প্রকল্পের আওতায় রাস্তার সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য স্থানীয় ইউপি সদস্য সেলিম ইসলাম কে নির্দেশনা দেন।
অভিযোগ উঠে যে, কিছু অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ ছিল, রাস্তা সংস্কারের কাজ চলাকালীন সময়ে কিছু অংশে নিম্নমানের কাজ হচ্ছে এবং যথাযথভাবে কাজের মান বজায় রাখা হচ্ছে না। তারা অভিযোগ করেন যে, রাস্তার কাজ তদারকির জন্য কোনো পর্যাপ্ত নজরদারি নেই।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের কঠোর মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত সমাধান আনার নির্দেশ দেন। তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, সরকারী প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হবে এবং কোনো অনিয়ম করা হবে না।
এছাড়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী কে মনিটরিং করার নির্দেশ দেন,এলাকাবাসীর অভিযোগের প্রতি গুরুত্বারোপ করেন এবং তাদের পাশে দাঁড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এমতাবস্থায়, এলাকার জনগণ আশা করছেন যে, শিগগিরই রাস্তার সংস্কার কাজ আরও ভালোভাবে সম্পন্ন হবে এবং তাদের জীবনযাত্রা উন্নত হবে।