নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত ৪ জুলাই ২০২৫ তারিখে নাউতারা নদীতে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।
উল্লেখ্য, নদী ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা জনস্বার্থে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।