নীলফামারীর ডোমার উপজেলার, ডোমার পাঙ্গা মটকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশ লাল উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এডহুড কমিটির সভাপতি ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফের বিরুদ্ধে। আজ ৬ই জুলাই রবিবার সকাল ৯ টার সময় স্কুলের গাছ কেটে বিক্রি করার সময় আশরাফুল সহ আরো তিন জনকে আটক করে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রাজু ইসলাম বলেন, গাছ কাটতে ছিলো, আশরাফুল, আশিক, ফিরোজ ও অনন্য কে। পরবর্তীতে আমরা এলাকাবাসীরা সাথে, সাথে তাদের ধরে ফেলি এবং তাদেরকে আটকে রাখি। তাতি দলের নেতা আনোয়ারুল ইসলাম রানা বলেন, উনারা গাছ কাটার পরে বিক্রি করার সময় এলাকাবাসী সবাই মিলে আমরা আটক করি। এবং উনার কাছে জানতে চাই কেন উনি স্কুলের গাছ কেটেছে এই বিষয়ে উনার কাছে কোন সঠিক উত্তর আমরা পাইনি। গাছ কাটার বিষয়ে ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি ফোন কেটে দেয়। স্কুল বন্ধের দিনে গাছ কাটার বিষয়ে পাঙ্গা মটকপুর মহেশ লাল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন লিটনের কাছে জানতে চাওয়া হলে উনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না এবং মন্তব্য করতে চাচ্ছি না। স্কুলের গাছ কাটার বিষয়ে ডোমার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, স্কুলের গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা আমার কাছে কেউ কোন অনুমতি ও নেয়নি। আমি অতি দ্রুত বন বিভাগ কর্মকর্তাদের কে পাঠিয়ে দিয়ে গাছ জব্দ করার ব্যবস্থা করতেছি। ডোমার উপজেলা নির্বাহী অফিসার সায়লা সাইদ তন্বী বলেন, স্কুলের গাছ কাটার বিষয়ে অবগত রয়েছি। স্কুলের প্রধান শিক্ষককে বলছি অভিযোগ দিতে। অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।