গত একমাস ধরে প্রচন্ড তাপদহের কারণে উত্তরের জেলা নীলফামারী ও পঞ্চগড় জেলার ভরা মৌসমে রোপা আমন বপন হুমকির মুখে পড়েছে। কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই খাল বিল পুকুর জমি সব শুকিয়়ে মাটি ফেটে চৌচির নীলফামারী জেলার ছয়টি উপজেলা ও পঞ্চগড়ের পাঁচটি উপজেলার কোথাও রোপা আমন বপন করতে পারেনি কৃষক ।কিছু কিছু এলাকায় সেচের মাধ্যমে ২-১ বিঘা জমিতে লাগানো হচ্ছে বলে দেখা গেছে। তবে ধানের গোলা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর জেলা এবার আমন মৌসুমে রোপা আমন বপন হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না, হাজার হাজার কৃষক আকাশের দিকে চেয়ে প্রহর গুনছে ,এই অঞ্চলে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে আবহাওয়া সংকেতে বৃষ্টির কথা বলা হইলেও উত্তরের শেষ সীমানায় বৃষ্টি হচ্ছে না। দেশের এই অঞ্চলগুলি ভারতের আবহাওয়া সঙ্গে কিছুটা মিল দেখা গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের জলপাইগুড়ি কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হলে উত্তরের নীলফামারী ও পঞ্চগড় জেলায় বৃষ্টি শুরু হয়। দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া সংকেত উত্তরে কাজ করে না বিশেষ কর নীলফামারী জেলার ডোমার ডিমলা জলঢাকা এবং পঞ্চগড় জেলা দেবিগঞ্জ তেতুলিয়া ও আটোয়ারী
আমন চাষ ব্যাহত হলে এই অঞ্চল ছাড়াও দেশের বহু অঞ্চল খাদ্য সংকট দেখা দিতে পারে বর্তমানে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ১৫ দিনের মধ্যে বৃষ্টি না হলে ৭০-৮০ ভাগ বীজ তলা নষ্ট হবে বলে জানা গেছে।