নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে সশস্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১শে নভেম্বর সকালে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিলাহাটি ডাকবাংলোর হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত মমিনুল হক লুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ আহসান হাবীব লিপন, সংগঠনের উপদেষ্টা অনারি ক্যাপ্টেন জাকারিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন সশস্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনসহ চিলাহাটিতে একটি কার্যকর সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়, দুঃস্থ, অসুস্থ এবং এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিভিন্ন রকম সেবা প্রদান করা, একে অপরের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকেরা তাদের সংগঠনের মাধ্যমে প্রত্যেকের খোঁজ খবর এবং প্রতিদিন অফিসে বসার প্রবণত তৈরি করতে হবে।
আলোচনা সভা শেষে দেশ জাতিসহ সকলের সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।