শনিবার ২৯ই মার্চ নীলফামারী জেলার, ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়েরের ২০১৪ এসএসসি ব্যাচ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ২০১৪ এসএসসি ব্যাচের ৪৩ জন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী ইমরান হাসমি বলেন, এটা শুধু একটি ইফতার মাহফিল নয়, এটি একটি পূর্ণমিলনী। আমরা সবাই একত্রিত হয়ে খুবই আনন্দিত। ছাত্রনেতা সামিউল আরিফিন হৃদয় বলেন, আসলে আমরা প্রতি রমজান মাসেই ইফতার পার্টির আয়োজন করি। ইফতার মাহফিলের একটি মুখ্য বিষয় হচ্ছে এখানে আমরা সকল বন্ধু একসাথে মিলিত হই, হাই স্কুলের যে জিবনটি উপলব্ধি করতে পারি এবং ইফতার শেষে চায়ের আড্ডা দেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অন্তু ইসলাম বলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সর্বশ্রেষ্ঠ ব্যাচ ২০১৪ এসএসসি ব্যাচ মিলিত হয়েছে ইফতারের উদ্দেশ্যে । আমাদের এই সমাগম শুধু ইফতার মাহফিলের জন্য নয় এটি আমাদের প্রাণের মেলা,এটা আমাদের বন্ধুত্বের মেলা। এটি আমাদের উত্তেজনা, উদ্দীপনা, প্রাণের মিশেলে আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা দাঁড়িয়ে বলতে চাই ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসির ব্যাচ ডোমারের বুকে নাম উজ্জ্বল করবে। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থী ফাহাদ আল ফারুক ইসলাম বলেন, আমাদের এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং পুরনো দিনগুলোর স্মৃতিচারণ, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি সুন্দর সুযোগ। ইফতার মাহাফিলে সবাই একত্রিত হলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থীর রায়হান ইসলামের দোয়া পড়ার মাধ্যমে ইফতারে সবাই অংশগ্রহণ করেন।