জয়পুরহাটের কালাইয়ে ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতীয়করণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কালাই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় “বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট” এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে জাতীয়করণসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। তারা ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ঢাকায় আন্দোলন করছেন। কিন্তু আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন।