চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কুখ্যাত অপরাধী ছোট সাজ্জাদ অবশেষে গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সম্প্রতি ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এক থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর থেকে সে আরও আলোচনায় আসে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিল ছোট সাজ্জাদ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে সে গা ঢাকা দিয়ে ঢাকায় পালিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিএমপির এক কর্মকর্তা জানান, “ছোট সাজ্জাদ একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে চট্টগ্রামে নিয়ে আসব এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”