সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর রেলগেটে আজ ১২ই জুলাই শনিবার ছাত্র-জনতার আয়োজনে নবজাগরণ ডোমার ও হৃদয়ে ডোমার সহযোগিতায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ডোমার শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ডোমার রেলগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা অর্ণব আল আলিফ, মাহির মিলন, কামরুল ইসলাম আরেফিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা সোহেল রানা, সিনিয়র সাংবাদিক সোহাগ মামুন সহ অন্যান্য। বক্তব্যে বক্তারা, ঢাকায় যুবদল কর্তৃক ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় দোষীদের অতি দ্রুত এবং প্রকাশ্য শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা, সারাদেশে গুম, খুন, ধর্ষণ,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় তীব্র নিন্দা জানায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানানো হয়।